Monday, December 19, 2016

শুনছ সখী - অনূপ ঘোষাল

শুনছ সখী শুনছ সখি, শিখছি খালি চোখেরই ভাষা
শিখছি যত বাড়ছে তত আমার শিশু ভালবাসা।

বাদল মেঘের কাজল মাখা তোমার দুটি নয়ন তারা
মন যমুনার দুই কুলে সই ফুটিয়ে তোলে কদম চারা

কোন মুরলীর সুর শুনিয়ে
দেয় নাচিয়ে প্রাণের আশা

কোকিল ডাকা চাঁদিনি রাতে আঁখি দুটি আখর দেখে
সকল ব্যথা হয়যে মধুর, ডালিম ফুলি স্বপন মেখে

রঙিন আকাশ দখিন বাতাস
দেয়না মোরে প্রাণের আশা

Video https://gistof.com/shuncho-shokhi

Followers