Monday, December 19, 2016

শুনছ সখী - অনূপ ঘোষাল

শুনছ সখী শুনছ সখি, শিখছি খালি চোখেরই ভাষা
শিখছি যত বাড়ছে তত আমার শিশু ভালবাসা।

বাদল মেঘের কাজল মাখা তোমার দুটি নয়ন তারা
মন যমুনার দুই কুলে সই ফুটিয়ে তোলে কদম চারা

কোন মুরলীর সুর শুনিয়ে
দেয় নাচিয়ে প্রাণের আশা

কোকিল ডাকা চাঁদিনি রাতে আঁখি দুটি আখর দেখে
সকল ব্যথা হয়যে মধুর, ডালিম ফুলি স্বপন মেখে

রঙিন আকাশ দখিন বাতাস
দেয়না মোরে প্রাণের আশা

Video https://gistof.com/shuncho-shokhi

Wednesday, December 07, 2016

সোনা বন্ধুরে, আমি তোমার নাম লইয়া কান্দি

সোনা বন্ধুরে, আমি তোমার নাম লইয়া কান্দি
গগণেতে ডাকে দেয়া আসমান হইল আন্ধিরে বন্ধু
আমি তোমার নাম লইয়া কান্দি

তোমার বাড়ি আমার বাড়ি মধ্যে সুর নদী
সেই নদীকে মনে হইলো, অকুল জলধি রে বন্ধু
আমি তোমার নাম লইয়া কান্দি

গগণেতে ডাকে দেয়া আসমান হইল আন্ধিরে বন্ধু
আমি তোমার নাম লইয়া কান্দি

উইড়া যায় রে চকুয়ার পঙ্খী
পইড়া রইলো ছায়া
কোন পরাণে বিদেশে রইলা
ভুলি দেশের মায়া রে বন্ধু
আমি তোমার নাম লইয়া কান্দি 


Followers