Monday, April 18, 2011

যে সমাধি বেদিটার ঠিক ওপরে

সুরঃ মৃণাল বন্দ্যোপাধ্যায়
শিল্পীঃ মান্না দে

যে সমাধি বেদিটার ঠিক উপরে ফুলন্ত গাছটা পড়েছে নুয়ে
ওখানে যে রয়েছে শুয়ে তার ভাগ্যকে আমি ঈর্ষা করি
ফুল নিয়ে আসতে যখন ভুলে যাবে সব প্রিয়জন
ওই গাছটা তখন তার ফুল ঝরাবে, বেদিটা শিশির দিয়ে রাখবে ধুয়ে

চিরদিন রাখবে মনে এমন সময় কারো নেই
এতো কারো অপরাধ নয় কালের খেলাই হলো এই
এ-জীবনে সত্য সেটা মেনে নিতে দোষ কি
যত দিন পোহাবে স্মৃতি পুরানো হবে
কে তাকে চিরটা কাল থাকবে ছুঁয়ে

http://www.youtube.com/watch?v=vgzKGI3CdtM

Followers