Sunday, May 15, 2011

ও আমার উড়াল পঙ্খী রে

ছবি: চন্দ্রকথা

ও আমার উড়ল পঙ্খী রে যা যা তুই উড়াল দিয়া যা
আমি থাকব মাটির ঘরে, আমার চোক্ষে বৃষ্টি পরে
তোর হইবে মেঘের উপরে বাসা

(ও) আমার মনে বেজায় কষ্ট
সেই কষ্ট ইইল পষ্ট
দুই চোক্ষে ভর করিল আঁধার নিরাশা
তোর হইল মেঘের উপরে বাসা
ও আমার..

মেঘবতী মেঘকুমারী মেঘের উপরে থাক
সুখ দু:খ দুই বইনেরে কোলের উপরে রাখ
মাঝে মইধ্যে কান্দন করা মাঝে মইধ্যে হাসা
মেঘবতী আজ নিয়াছে মেঘের উপরে বাসা

ও আমার উড়াল পক্ষীরে যা যা তুই উড়াল দিয়া যা
আমি থাকব মাটির ঘরে
আমার চোক্ষে বৃষ্টি পরে,
তোর হইবে মেঘের উপরে বাসা

Saturday, April 23, 2011

আকাশ খুলে বসে আছি তাও কেন দেখছ না

আকাশ খুলে বসে আছি
শিল্পী: বাপ্পা মজুমদার এবং ফাহমিদা নবী

ছেলে
একটু যদি তাকাও তুমি মেঘগুলো হয় সোনা
আকাশ খুলে বসে আছি তাও কেন দেখছ না
একই আকাশ মাথার উপর এক কেন ভাবছ না

আকাশ খুলে বসে আছি তাও কেন দেখছ না(২)

মেয়ে

একটু যদি তাকাও তুমি মেঘগুলো হয় সোনা
আকাশ খুলে বসে আছি তাও কেন দেখছ না
একই আকাশ মাথার উপর এক কেন ভাবছ না

আকাশ খুলে বসে আছি তাও কেন দেখছ না(২)

মেয়ে

আসবে বলে ঐ যে দেখ মেঘেরা দাঁড়িয়ে
আকাশটা কে দেখি চল মেঘটাকে তাড়িয়ে (২)
গামাপ গামাপ ননি ধামাপা নি নি ধা

ছেলে

আসবে বলে ঐ যে দেখ মেঘেরা দাঁড়িয়ে
আকাশটা কে দেখি চল মেঘটাকে তাড়িয়ে (২)

মেয়ে মেঘের মতো হাটবো দুজন হাত কেন রাখছ না
ছেলে আকাশ খুলে বসে আছি তাও কেন দেখছ না(২)

ছেলে চল দুজন স্বপ্ন দেখি এক অনুভব নিয়ে
যা কিছু আজ মনের মত আনব যে ছিনিয়ে
গামাপ গামাপ ননি ধামাপা নি নি ধা

মেয়ে চল দুজন স্বপ্ন দেখি এক অনুভব নিয়ে
যা কিছু আজ মনের মত আনব যে ছিনিয়ে

ছেলেআমার মত কেন তুমি মন খুলে রাখছ না
মেয়ে আকাশ খুলে বসে আছি তাও কেন দেখছ না(২)
ছেলে একটু যদি তাকাও তুমি মেঘগুলো হয় সোনা
মেয়ে আকাশ খুলে বসে আছি তাও কেন দেখছ না

Monday, April 18, 2011

যে সমাধি বেদিটার ঠিক ওপরে

সুরঃ মৃণাল বন্দ্যোপাধ্যায়
শিল্পীঃ মান্না দে

যে সমাধি বেদিটার ঠিক উপরে ফুলন্ত গাছটা পড়েছে নুয়ে
ওখানে যে রয়েছে শুয়ে তার ভাগ্যকে আমি ঈর্ষা করি
ফুল নিয়ে আসতে যখন ভুলে যাবে সব প্রিয়জন
ওই গাছটা তখন তার ফুল ঝরাবে, বেদিটা শিশির দিয়ে রাখবে ধুয়ে

চিরদিন রাখবে মনে এমন সময় কারো নেই
এতো কারো অপরাধ নয় কালের খেলাই হলো এই
এ-জীবনে সত্য সেটা মেনে নিতে দোষ কি
যত দিন পোহাবে স্মৃতি পুরানো হবে
কে তাকে চিরটা কাল থাকবে ছুঁয়ে

http://www.youtube.com/watch?v=vgzKGI3CdtM

Followers