এলে কি গো মোর যাবার বেলায় পিছনে ডেকে
এলে কি সাড়া দিলে কি শেষে কুহেলিকার অপার থেকে
জীবন তটে প্রেমের হাটে বসিল মেলা
আমি পসরা লয়ে রইনু বসে করিলে হেলা
ভেবে ফিরিছ খুঁজি লইয়া পুঁজি শিখিলে ঠেকে
যবে ফাগুন এলো নিকুঞ্জে পীক উঠিল গাহি
তুমি মরীচি পিছে ছুটিলে মিছে ফিরিলে নাহি
আজি বিজন তীরে নিরবে ধীরে নামিল নিশা
মোর ঘরের পানে যাবার টানে বাড়িল তৃষা
বল এই তিমিরে আসিলে ফিরে কী আলো দেখে
062. Ele Kigo Mor ... |
পুনর্লিখন: ডিসেম্বর, ২০০৯