শিল্পী: মান্না দে
গহন মেঘের ছায়া ঘনায়ে সে আসে ঐ আসে
গহন মেঘের ছায়া ঘনায়ে
বসে ছিলাম যার আসে(৩) ঐ সে আসে
সে আসে ঐ আসে
ঐসে আসে
শুনি সাজ সাজ রবে
ভুবন সাজে মহোৎসবে
বিদ্যুতেরই চমক লাগা, সাজে
গহন মেঘের ছায়া ঘনায়ে সে আসে
গুরু গুরু ডম্বর দেঘা দিয়ে, মাতিয়ে দিল
মাতিয়ে দিল সে আমাকে
প্রাণের সে তার বাঁধিয়ে সুরে সুরে সাধিয়ে
সে যে ঝরে ঝরে পড়ে আমার বিজন এ অন্তরে
ঝরে আমার বুকের ভালবাসায়
ভালবাসার বিশ্বাসে
গহন মেঘের ছায়া ঘনায়ে সে আসে
গহন মেঘের ছায়া ঘনায়
গহন মেঘের ছায়া
Saturday, December 26, 2009
Friday, December 25, 2009
ও বরষা রে
শিল্পী: অজয় চক্রবর্তী
সুর: __
ও বরষা রে (২)
সবাই তোকে বরণ করে শুধু আষাঢ়ে
আমি জানি আমার চোখে তোর বাস বার মাস ।।
কত কবি গান লেখে তোর, মল্লারে গায়
কত তুলি রূপ দেখে তোর রঙ ভুলে যায় ।।
তবু তোর বড়ই আপন এই বুকের আকাশ বার মাস
তিথি দিন ক্ষণ ভুলেছি কখন
কেন অকারণ মনে রাখি
পথ নেই কোথা চেয়ে থাকি
তবু তো আষাঢ় শ্রাবণে, বৃষ্টি ধারায়
এ দুচোখ তোরই সাথে মিলে মিশে যায়
তুই গেলে কোথায় লুকাই আমার সর্বনাশ বার মাস
ও বরষা রে
সবাই তোকে বরণ করে শুধু আষাঢ়ে
আমি জানি আমার চোখে তোর বাস বার মাস
সুর: __
ও বরষা রে (২)
সবাই তোকে বরণ করে শুধু আষাঢ়ে
আমি জানি আমার চোখে তোর বাস বার মাস ।।
কত কবি গান লেখে তোর, মল্লারে গায়
কত তুলি রূপ দেখে তোর রঙ ভুলে যায় ।।
তবু তোর বড়ই আপন এই বুকের আকাশ বার মাস
তিথি দিন ক্ষণ ভুলেছি কখন
কেন অকারণ মনে রাখি
পথ নেই কোথা চেয়ে থাকি
তবু তো আষাঢ় শ্রাবণে, বৃষ্টি ধারায়
এ দুচোখ তোরই সাথে মিলে মিশে যায়
তুই গেলে কোথায় লুকাই আমার সর্বনাশ বার মাস
ও বরষা রে
সবাই তোকে বরণ করে শুধু আষাঢ়ে
আমি জানি আমার চোখে তোর বাস বার মাস
|
Subscribe to:
Posts (Atom)